রেজানুর ইসলাম,গাজীপুর থেকে :
শুক্রবার সকাল ১০ঃ০০ঘটিকায় গাজীপুর জেলার গাজীপুর সদর বাজার (জয়দেবপুর বাজার)-এর মুক্তমঞ্চ এলাকায় চালু হলো কৃষকের বাজার।গাজীপুর জেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,গাজীপুর ও বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সহযোগিতায়,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO),গাজীপুর শাখার কারিগরি সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে চালু হলো কৃষকের এই বাজার। কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক,গাজীপুর এর পক্ষে জনাব মামুন সরদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),জনাব মুহাম্মদ আবদুছ ছালাম, জেলা বাজার কর্মকর্তা,গাজীপুর,জনাব তানজিলা রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার,গাজীপুর সদর,জনাব মোঃ হুমায়ূন কবীর,উপসহকারী কৃষি অফিসার, জনাব মোঃ আব্দুর রাজ্জাক,সভাপতি,বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটি,জনাব মোঃ রফিকুল ইসলাম, ওসি, গাজীপুর সদর। এছাড়া আরো উপস্থিত ছিলেন বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,পুলিশের সদস্যবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,মিডিয়া কর্মী।কৃষকের বাজারে কৃষকগণের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা দাবি করেন বাজারটি যেন স্থায়ীত্ব লাভ করে এবং তারা বিনা বাধায় তাদের কৃষজ পণ্য বিক্রি করতে পারেন।কৃষকের বাজারটি প্রতিদিনই ভোর থেকে রাত পর্যন্ত চালু থাকবে।এটি টোল/খাজনামুক্ত বাজার। কৃষকের বাজারে শুধুমাত্র প্রকৃত কৃষকগণ তাদের উৎপাদিত শাক-সবজি,ফলমূল,ডিম,হাস-মুরগি ইত্যাদি বিক্রি করতে পারবেন।বাজারটি সুষ্ঠু ও সুন্দরভাবে বিনা বাধায় চালু রাখার ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হলো।